Daily
চড়চড় করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিদ্যুৎ ঘাটতিও মাথাচাড়া দিয়েছে ভালভাবেই। বিদেশী ভাণ্ডারের তো আবার ভাঁড়ে মা ভবানীর দশা। বাংলাদেশের এমন প্রতিকূল পরিস্থিতিতির মধ্যেই ফের তোলপাড় শুরু হল বাংলাদেশ বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন-এর বক্তব্যে।
সম্প্রতি জন্মাষ্টমী অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রামের জেএমসেন প্রেক্ষাগৃহে, হাসিনা সরকারকে টিকিয়ে রাখা নিয়ে মন্তব্য করেন বাংলাদেশ বিদেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আদর্শ হলেন হাসিনা সরকার। হাসিনা সরকার যদি প্রধানমন্ত্রীর গদিতে টিকে থাকেন, তবে নাকি সত্যিকারের সাম্প্রদায়িকতা মুক্ত দেশ হবে বাংলাদেশ। উন্নয়নের জোয়ার আসবে বাংলাদেশে। তাই হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে যারপরনাই চেষ্টা চলছে। আর সেই সূত্র ধরেই এবার হাসিনা সরকারের গদি সুনিশ্চিত করতে বাংলাদেশের সহায় ভারতই।
এদিকে গত বছর দুর্গাপুজোর সময় উত্তাল হয় বাংলাদেশ। আর এমন পরিস্থিতিতে হাসিনা সরকারকে নিরব থাকতে দেখে মনঃক্ষুণ্ণ হয় সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়। বিদেশমন্ত্রীর পদত্যাগের দাবীও ওঠে দেশজুড়ে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশমন্ত্রীর এহেন পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ