Bangladesh
২০১৯ এর পর ২০২১। চা চাষে ওয়ার্ল্ড রেকর্ড গড়লো বাংলাদেশ। ২০২১ সালে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে বলে জানান হয় বাংলাদেশ চা বোর্ডের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে। ২০২১ সালে উৎপাদিত চায়ের পরিমাণ ৯ কোটি ৬৫ লাখ কেজি।
২০২০ সালে মহামারীর সূচনা লগ্নে ব্যাপকভাবে ধাক্কা খেয়েছিল বাংলাদেশের চা শিল্প। তবে এক বছরের মাথায় ঘুরে দাঁড়াতে এবং শিল্পের হল ধরে মূলস্রোতে ফেরত আসতেও খুব বেশি সময় নেয়নি দেশটি। দেশের উত্তরাঞ্চলে সমতলের চা বাগান ও ক্ষুদ্র চাষ থেকে সবচেয়ে বেশি সাফল্য এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। এক বছরের মাথায় ব্যবসার এই ঘুরে দাঁড়ানোর ঘটনায় বলতে গিয়ে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম জানান, সরকারের আর্থিক প্রণোদনা, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের নিয়মিত তদারকি, বাগানমালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।
আসলে বছরের পর বছর ধরে চা-বাগানে যে ধারাবাহিকভাবে সংস্কারের কার্যক্রম চলছে, তারই ফসল এ রেকর্ড উৎপাদন। পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলে চা-চাষিদের চা চাষের ব্যাপারে হাতেকলমে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমতলের চা-বাগান ও ক্ষুদ্র চা চাষে উৎপাদন এ বছর ৪১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে চা শিল্প সংগঠন। একইসঙ্গে, পুরোনো চারা উঠিয়ে নতুন চারা লাগিয়েছে উদ্যোক্তারা। যা শিল্পের খাতে বিনিয়োগ টানার ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে।
ব্যুরো রিপোর্ট