Market
ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতি। অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গেল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি সাম্প্রতিক সমীক্ষায়। যেখানে বলা হয়েছে, অতিমারি আছড়ে পড়ার তিন বছরের মাথায় বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে ৭.২৫ শতাংশ। সমীক্ষা থেকে আরও একটি তথ্য উঠে এসেছে। যেখানে বলা হয়েছে, বাংলাদেশে মাথা পিছু আয়ের অঙ্ক এখন ২,৮১৪ মার্কিন ডলার। যা গেল বছরের তুলনায় ২৩৩ ডলার বেশি। যা একদিক থেকে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়ার সবরকম ইঙ্গিতই দিচ্ছে।
করোনার ধাক্কা এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছিল। অপরিশোধিত তেল থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে শুরু করেছিল আকাশছোঁয়া। এরপর করোনার ধাক্কা কিছুটা লঘু হলে ফের শিল্পক্ষেত্রগুলি আবার ঘুরে দাঁড়ানোর মত জায়গা পায়। এরই মধ্যে রাশিয়া, ইউক্রেন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ফের তৈরি হয় টালমাটাল অবস্থা। কিন্তু সব বাধা কাটিয়েই ফের মুখ তুলে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এখানেই বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ কিন্তু আর্থিক বৃদ্ধি সবথেকে ভালো লক্ষ্য করেছিল ২০১৮-১৯ সালে। সেই সময় জিডিপির বৃদ্ধি ছিল ৭.৮৮ শতাংশ। আবার ২০১৯-২০ সালে সেই বৃদ্ধি থমকে যায় ৩.৪৫ শতাংশে।
একদিকে যখন বাংলাদেশ এভাবে আর্থিক বৃদ্ধিকে সমান তালে ধরে রাখতে পারছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের অবস্থা কেমন? ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার কার্যত গলা ভারি করলেও রিজার্ভ ব্যাঙ্কের অকস্মাৎ রেপো রেট বৃদ্ধি পাওয়ায় তা আর্থিক বৃদ্ধির গতিকে কিছুটা হলেও ধাক্কা দিতে পারে। বাজেটের আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভারতের আর্থিক বৃদ্ধি পৌঁছতে পারে ৯.২ শতাংশে। কিন্তু আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, রেপো রেট বেড়ে যাওয়ার কারণে সেই বৃদ্ধি নেমে আসতে পারে একেবারে ৭ শতাংশে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ