Daily

জোরদার টক্কর চলছে পোশাক রপ্তানির আন্তর্জাতিক বাজারে। সেয়ানে সেয়ানে লড়াই চলছে বাংলাদেশ আর ভিয়েতনামের মধ্যে। তবে আবারও পোশাক রপ্তানির আন্তর্জাতিক বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলে এগিয়ে এলো বাংলাদেশ। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি মূল্যটা বেড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ১৯৩ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারে।
২০২১ এর প্রথম ৭ মাসে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম এগিয়ে থাকলেও, এবার কিন্তু নিজের জায়গা ফিরে পেতে ব্যাপক রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি বছরের ১ হাজার ৮৭৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। আর ভিয়েতনাম পোশাক রপ্তানি করেছে ১ হাজার ৬৮৬ কোটি ডলারের। যদিও তথ্য বলছে, ২০১৯ সালের তুলনায় এবছর বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশেরই পোশাক রপ্তানি ৭ % কমেছে।
যদিও বছরের প্রথম দিকে বাংলাদেশের পোশাক রপ্তানির গতি মন্থর হওার ঘটনাটি যে স্বাভাবিক, তেমনটাই বলেছিল সংশ্লিষ্ট ব্যবসায়ীমহল। যদিও এই ট্র্যাডিশনে বরাবরই এগিয়ে থাকে বাংলাদেশ। আর তার হঠাৎ পতনে অবাক হয়েছিল বিশ্ববাজারের পোশাক বিভাগ। লক্ষ্য রয়েছে এই রপ্তানি ব্যবসার আরও প্রসার ঘটানো, বলেই জানালেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই এখন খুশির হাওয়া ব্যবসায়ীমহলে।
ব্যুরো রিপোর্ট