Prime
Daily
বহু অপেক্ষা শেষে কোভ্যাক্সিনকে গ্রিন সিগন্যাল বাংলাদেশের
By sanchitabpn21 | August 3, 2021
Daily
বহু অপেক্ষা শেষে কোভ্যাক্সিনকে গ্রিন সিগন্যাল বাংলাদেশের। ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের যৌথভাবে তৈরি কোভ্যাক্সিনকে গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল।
সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে এই অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমআরসি সভাপতি অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। বাংলাদেশে এই করোনার টিকা ট্রায়ালের জন্য প্রধান গবেষক কে জামান স্বয়ং ছাড়পত্র দিয়েছেন। তাই কোভ্যাক্সিনের ট্রায়ালে আর বাধা রইলো না বাংলাদেশে।
ভারতে ইতিমধ্যেই কয়েক লক্ষ ডোজ টিকা প্রদান সম্পন্ন করেছে কোভ্যাক্সিন। এবার সব কিছু ঠিক থাকলে সেই টিকার ট্রায়াল শুরু করবে বাংলাদেশ। তবে ঠিক কবে থেকে ট্রায়াল শুরু করেছে বাংলাদেশ সরকার, তা সঠিকভাবে জানা যায় নি।
ব্যুরো রিপোর্ট