Daily

গম আমদানি বন্ধের ঠিক ১৬ দিন পর আবারও চালু হয়ে গেলো ভারত থেকে গমের আমদানি। ভারত থেকে মোট ৪৫ ট্রাকে ১ হাজার টন গম আসবে বলে জানা গিয়েছে। যেখানে এখনও পর্যন্ত এসেছে ২৭ টি ট্রাক। বুধবার ১১টি ট্রাকে ভারত থেকে ৩০০ টন গম আমদানি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত আরও ১৬ ট্রাকে ৩০০ টন গম এসেছে। দুদিনে ২৭ ট্রাকে ৬০০ টন গম এসেছে। ৩৭০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে প্রতি টন গম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের অ্যাগ্রোভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে আড়াই হাজার টন গম আমদানির চুক্তি করে।
গম রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়েছিলো। যার ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে গত ৩০ মে থেকে গমের কোনো চালান বাংলাদেশে ঢোকেনি। এতে নিষেধাজ্ঞার আগে আমদানির ঋণপত্র বা এলসি খোলা ১৪ হাজার টনেরও বেশি গম আটকা পড়ে। ভারত পরে নিষেধাজ্ঞা তুলে নিলেও, ভারি বর্ষণের কারণে আগরতলার সড়ক ও রেল পথের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় গমের গাড়ি এসে পৌঁছতে পারেনি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ