Daily

দারিদ্র্য মুছতে বাংলাদেশকে খরচ করতে হবে ৮ হাজার কোটি ডলারেরও বেশি, জানালো আঙ্কতাড। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ১০ বছরের মধ্যে ৮ হাজার ৬০০ কোটি ডলার খরচ করতে হবে বাংলাদেশকে। উন্নয়নের দিকে পিছিয়ে পরা ৪৬ টি দেশের মধ্যে বাংলাদেশকেই এই সবচেয়ে বেশি পরিমাণ অঙ্ক খরচ করতে হবে।
আঙ্কতাড জানিয়েছে বাংলাদেশের উৎপাদনশীলতার হারকে দ্বিগুণ করতে আগামী ১০ বছরে ২৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে বাংলাদেশকে। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক বৃদ্ধির এবং উৎপাদনশীলতা বাড়ানোর জন্য শিল্পে বহুমুখীকরণের কথাও বলেছে সংস্থাটি।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের কর ব্যবস্থার উন্নতিসাধন, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করার পরামর্শ দেয় আঙ্কতাড। এখন কত তাড়াতাড়ি এসমস্ত পরামর্শ মেনে উন্নয়নশীল দেশের তকমা লাগাতে পারে বাংলাদেশ, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট