Prime
Daily
করোনার দাপটে নাজেহাল বাংলাদেশ সরকার, বিঘ্নিত ব্যাংক পরিষেবা
By sanchitabpn21 | August 6, 2021
Daily
করোনার দাপটে নাজেহাল বাংলাদেশ সরকার, বিঘ্নিত ব্যাংক পরিষেবা। ইতিমধ্যেই ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে বর্ধিত করা হয়েছে কঠোর লকডাউনের মেয়াদ। বদল আনা হয়েছে ব্যাংক খোলা রাখার সময়ের ক্ষেত্রে ।
বিধিনিষেধ থাকার জন্য আগামী রবিবার অর্থাৎ ৮ই আগস্ট বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, আগামী ৯ ও ১০ আগস্ট সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। এই দুইদিন লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী কার্যক্রম বিকেল সাড়ে ৪টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যুরো রিপোর্ট