Bangladesh

বাংলাদেশে ফিক্সড করে দেওয়া হবে ৯ টি পণ্যের দাম। যার মধ্যে রয়েছে চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডালের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসও। এছাড়াও সিমেন্ট, রডসহ মোট ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। আগামী ১৪ দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে এসব পণ্যের যৌক্তিক দাম।
বাণিজ্য মন্ত্রণালয়, গতকাল দুপুরে এই সিদ্ধান্ত নেন। এই বিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বৈঠকের শেষে এই সকল তথ্য প্রকাশ করেন। এইদিন বাণিজ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসায়ী এই ঘোষিত নির্ধারিত দাম না মানলে তাদের বিরুদ্ধে মামলা হবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ মাঠপর্যায়ের দায়িত্বে থাকা সব সংস্থাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পণ্যে কারসাজি করলে কিংবা অযৌক্তিক দাম রাখলেই মামলা দিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা যেন শুধু জরিমানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ