Daily
বানভাসি বাংলাদেশ। প্রবল বৃষ্টির কারণে ভেসে গিয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা।বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট, সুনামগঞ্জ, হাবিগঞ্জ, নেত্রকোণা এবং শেরপুরে জলবন্দি প্রায় দশ লক্ষ মানুষ। প্রায় ৫০ লাখ মানুষের বসত ভিটে আজ জলের তলায়। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা।বন্ধ সিলেট এমএজিওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমান ওঠানামা বন্ধ করে দেওয়ার পাশাপাশি বাস ও ট্রেন পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে ৮০ শতাংশ যোগাযোগ ব্যবস্থা বন্ধ। পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে সেনাবাহিনী।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সিলেটের যাবতীয় বন্যার রেকর্ড ভেঙে দিয়েছে। একইসঙ্গে প্রশ্নের মুখ দাঁড়িয়ে পড়েছে জলবন্দি মানুষের রুটিরুজি। স্বাভাবিকভাবেই, এই ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলাদেশের এই পাঁচটি জেলার আর্থিক মেরুদণ্ডকে ভালোরকম পঙ্গু করে দিয়েছে। অতিমারির ধাক্কা সামলে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের অর্থনীতি, ঠিক তখনই বন্যা কবলিত বাংলাদেশের এই বিশাল এলাকার অর্থনীতি আজ কার্যত বিধ্বস্ত। এখন বাংলাদেশ সরকার কতটা তৎপরতার সঙ্গে এই পরিস্থিতি সামাল দিতে পারে, সেটাই দেখার।