Bangladesh
বাংলাদেশের একটি সিদ্ধান্ত, আর তার জেরেই কি ফের ভারতে দাম বাড়ছে চালের? অন্তত সেই কথাই বলছেন দেশের বাজার বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বাংলাদেশ আমদানি শুল্ক এবং দাম ৬২.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫% করেছে। আর যে কারণেই মনে করা হচ্ছে, ভারতে দাম বাড়তে পারে চালের। একইসঙ্গে মনে করা হচ্ছে, দেশ সহ আন্তর্জাতিক বাজারেও চালের দাম বাড়তে পারে ১০ শতাংশ মতন। তারপরেই কার্যত মাথায় হাত পড়ছে সাধারণ মানুষের।
জানা গিয়েছে, গত পাঁচ দিনে ভারতে উৎপাদিত চালের দাম টন প্রতি ৩৫০ ডলার থেকে বেড়ে হয়েছে ৩৬০ ডলার। এর মধ্যে রয়েছে বাসমতি চাল। জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভারত বাংলাদেশে চাল রফতানি করবে। প্রসঙ্গত বাংলা, বিহার এবং উত্তর প্রদেশে চালের দাম বেড়েছে ২০ শতাংশ। এছাড়াও অন্যান্য রাজ্যে চালের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে।