Bangladesh
সিএসআরের অর্থ টেকসই খাতে ব্যবহার করতে অভিনব উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশের ব্যাংকগুলো নিজেদের মুনাফার একটা বড় অংশ সিএসআর খাতে খরচ করেও যথাযথ সুফল পাওয়া থেকে কার্যত বঞ্চিত সেদেশের একটা বড় অংশের জনগোষ্ঠী। যে কারণে আর্থিক সহায়তার সঠিক বণ্টনের জন্য নতুন সিএসআর নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খোন্দকার মোর্শেদ মিল্লাতের নেতৃত্বে গঠিত কমিটি থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
নতুন নীতিমালায় বলা হয়েছে, সিএসআর খরচের ৩০ শতাংশ দেশের শিক্ষা খাতে, ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও ৩০ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করতে হবে। বাকি অর্থ আয় উপযোগী উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, খেলাধুলা ও বিনোদন খাতে খরচ করা যাবে। এছাড়াও চাইলে ব্যাংকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়ের তহবিলে অর্থ প্রদান করতে পারবে। শুধু তাই নয়। অর্থ খরচের খাত স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পর নীতিমালা বলছে, কোন কোন খাতে সিএসআরের টাকা খরচ করা যাবে না।
শিশুশ্রমে আছে এমন খাতসহ, সামাজিক মূল্যবোধের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে এমন কোনো খাত ও আন্তর্জাতিক ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠানে সিএসআরের টাকা খরচ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নীতিমালায়। একইসঙ্গে, ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনে সিএসআরের টাকা খরচ করা যাবে না বলেও জানানো হয়েছে। কোনো কারণে ব্যাংকগুলো নিজে ব্যর্থ হলে, কোনো ফাউন্ডেশন বা তৃতীয় পক্ষের মাধ্যমে সিএসআর খাতে খরচ করতে পারে। এছাড়াও, নিট মুনাফার অর্থ সিএসআরে খরচ করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
ব্যুরো রিপোর্ট