Daily

আইটিইএস পরিষেবায় রপ্তানি আয়ের নগদ সহায়তা সহজ করছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার এই নিয়ে বিজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্ত।
তারা জানিয়েছে, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে রপ্তানি কার্যক্রম করতে যথাযথ নথিপত্র থাকা বাধ্যতামূলক। মার্কেট প্লেসের সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তির ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলি ব্যাংক শাখাকে সংশ্লিষ্ট ওয়েব লিংক শেয়ার করবে। ব্যাংক শাখার দায়িত্ব থাকবে আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি কার্যক্রম সম্পর্কে প্রাপ্ত ওয়েব লিংকসহ তথ্য যাচাই করে নিশ্চিত হতে হবে।
রপ্তানি আয় বাবদ প্রাপ্ত টাকার প্রস্তুতকৃত ইনভয়েস কনফারমেশনের নথি আবেদনপত্রের সঙ্গে দাখিলসহ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অডিট ট্রেইলর ওয়েব লিংকে আবেদনকারী প্রতিষ্ঠান প্রদান করবে।
ব্যুরো রিপোর্ট