Bangladesh

এবার রপ্তানি বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্যে বাংলাদেশ। চলতি অর্থবর্ষে আট হাজার কোটি মার্কিন ডলার পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশ সরকার। নতুন নীতি অনুসারে, আগামী তিন বছরে রপ্তানি আয় বাড়ানোই এখন বাংলাদেশ সরকারের কাছে পাখির চোখ। ‘মেড ইন বাংলাদেশের ‘ নীতিকে আরও জোরদার করতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার।
গত অর্থবর্ষে জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী ৬ হাজার কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ছিল বাংলাদেশ সরকারের। তবে, রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, বাস্তবে ২০২০-২১ অর্থবর্ষে সরকারের কোষাগারে এসেছে মাত্র ৩,৮৭৬ কোটি টাকা। তবে এবারে বেশ আঁটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশের অর্থমন্ত্রক। তাই এবার নতুন নীতি অনুযায়ী, আট হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়েছে মন্ত্রক। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের মাধ্যমে কীভাবে রপ্তানি বাণিজ্য বাড়ানো সম্ভব সেই বিষয়টাও নতুন রপ্তানি নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশেষ উন্নয়নমূলক খাত হিসেবে যে খাতগুলোকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, সেরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং,রেশম, হস্ত ও কারুপণ্য ইত্যাদি। একইসাথে রপ্তানি – নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে, পাটবীজ, চাল, আগ্নেয়াস্ত্র, পুরাতাত্ত্বিক বস্তু, মানুষের কঙ্কাল, ডাল, পেঁয়াজ, ইত্যাদি। মেড ইন বাংলাদেশ – এর বিষয়ে জোর দিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে অধিক মূল্য সংযোজিত তৈরি পোশাক ও ডেনিম; কৃত্রিম তন্তু, গার্মেন্ট অ্যাকসেসরিজ, ওষুধ, প্লাস্টিক, জুতা, পাটজাত পণ্য, কৃষিপণ্য,ইত্যাদিকে।
ব্যুরো রিপোর্ট