Daily

বাঁদরের শরীরে বঙ্গভ্যাক্সের ট্রায়াল শুরু হলো বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশে কার্যত পারদ চড়ছে করোনা সংক্রমণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই যুদ্ধকালীন তৎপরতায় ‘বঙ্গভ্যাক্স’ ছাড়পত্র পেল বাংলাদেশে।
সূত্রের খবর, রাজধানী ঢাকার কাছেই গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ৫৬টি বাঁদর ধরে আনা হয়। তাদের শরীরে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘গ্লোব বায়োটেক লিমিটেড’ উদ্ভাবিত করোনার টিকা বঙ্গভ্যাক্সের ট্রায়াল শুরু হয়েছে। গত ১লা আগস্ট থেকে শুরু হওয়া এই ট্রায়াল চলবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। এর থেকে পাওয়া ফলের উপর ভিত্তি করেই মানুষের শরীরে শুরু হবে ট্রায়াল, জানিয়েছে সংস্থা।
বাংলাদেশে বাঁদর গুলিকে নিয়ে আসার সময় সাধারণ মানুষের রোষের মুখে পড়ে সংস্থা। তাই বিদেশে টিকার ট্রায়ালের জন্য আবেদন করতে চাইছেন তারা। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলো বলছে, এমআরএনএ টিকার বাঁদরের ওপর পরীক্ষার দরকার নেই। অন্যদিকে বিএমআরসি বলছে, এর প্রয়োজন রয়েছে। তাই কিছুটা বাধ্য হয়েই আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে এবং বন বিভাগের অনুমোদন নিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে ট্রায়াল শুরু করা হচ্ছে প্রতিবেশী দেশ বাংলাদেশে।
ব্যুরো রিপোর্ট