Daily
বঙ্গবন্ধু কর্নার খোলা হচ্ছে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে। সেখানকার ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’তে বঙ্গবন্ধুর প্রতি সম্মান এবং শ্রদ্ধাপূর্বক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে যেমন বঙ্গবন্ধুর প্রতিকৃতি থাকবে তেমনই থাকবে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’। এছাড়াও রাখা থাকবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর লেখা বিভিন্ন বই। সঙ্গে ওপার বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এবং আর্থসামাজিক উন্নয়নের ওপরেও বিভিন্ন বই সংগ্রহ করে রাখা হবে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং লাভলি বিশ্ববিদ্যালয়ের আচার্য অশোক মিত্তালের মধ্যে একটি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পঞ্জাবের লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি দেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয় যেখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ৩৫ হাজার। দেশ, বিদেশ থেকে বহু পড়ুয়া উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। এখানে যেমন রয়েছে ৫০টি দেশের ৩ হাজার বিদেশি পড়ুয়া তেমনই বাংলাদেশ থেকে প্রায় ৭০০ জনের মত পড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য উপস্থিত হন। স্বাভাবিকভাবেই লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এই সম্মান ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার খোলার বিষয়ে বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যেই কথা বলছে ভারত সরকারের সঙ্গে।
ব্যুরো রিপোর্ট