Prime
Daily
এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিল বন্ধন ব্যাঙ্ক
By sanchitabpn21 | July 22, 2021
Daily
এক লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিল বন্ধন ব্যাঙ্ক। সরকারি উদ্যোগে এনকেডিএ-র নতুন প্রকল্প বন মহোৎসবে যোগ দিয়ে বন্ধন ব্যাঙ্ক এভাবেই সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের নিযুক্ত করল। শুধু পশ্চিমবঙ্গ নয়, গাছ লাগানো হবে বিহার, ঝাড়খণ্ড, অসম এবং রাজস্থানেও।
জানানো হয়েছে, এনকেডিএ-র থেকে মোট ১.৬৯ একর জমি বন্ধন ব্যাঙ্ক নিয়েছে। যেখানে প্রায় এক হাজারের মত গাছ লাগানো হবে। ড্রাগন ফ্রুট, ডালিমের মত গাছ ছাড়াও থাকবে বহু প্রজাতির ফুলের গাছ এবং পাতাবাহার গাছ।
প্রসঙ্গত উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের দিকে চোখ রাখলে বর্তমানে বৃক্ষরোপণই একমাত্র হাতিয়ার হয়ে উঠতে পারে। তাই, রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বন মহোৎসবের। যার সঙ্গে হাত মিলিয়েছে বন্ধন ব্যাঙ্ক।
ব্যুরো রিপোর্ট