Market

দিল্লিতে আগেই হয়েছে। এবার যুক্ত হল কলকাতা। কলকাতা মেট্রোর সঙ্গে ব্র্যান্ডিং রাইটসের চুক্তি করে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের নাম হল বন্ধন ব্যাংক সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন। এর ফলে প্লাটফর্ম, টিকিট কাউন্টার সর্বত্রই থাকবে বন্ধন ব্যাংকের বিজ্ঞাপন।
গত বছর নভেম্বর মাসে মেট্রো যাত্রীদের স্মার্ট কার্ড ব্র্যান্ড করার মধ্য দিয়ে কলকাতা মেট্রোর সাথে সম্পর্ক শুরু করে বন্ধন ব্যাংক। সেক্টর ফাইভের মেট্রো স্টেশনের ব্র্যান্ডিং রাইটসের সুযোগ পেয়ে কলকাতা মেট্রোর সঙ্গে, সর্বোপরি কলকাতাবাসীর সঙ্গে বন্ধন আরও মজবুত হলেও বলে মনে করছেন বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও চন্দ্রশেখর ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, সেক্টর ফাইভ থেকেই বন্ধন ব্যাংকের যাত্রা শুরু। এখানেই রয়েছে ব্যাংকের হেড অফিস এবং রেজিস্টার অফিস। এছাড়াও সেক্টর ফাইভ হচ্ছে কলকাতার আইটি হাব। বিভিন্ন রকম বাণিজ্যিক পেশাগত প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায়। ফলে প্রতিদিনই বহু পেশার মানুষের সমাগম ঘটে এখানে। আর মেট্রো যেহেতু যাত্রীদের অত্যন্ত পছন্দের একটি গণপরিবহন তাই অদূর ভবিষ্যতে আরও বেশিসংখ্যক যাত্রীর পা পড়বে সেক্টর ফাইভ এলাকায়। এছাড়াও প্রচুর যাত্রী সমাগম হবে এই স্টেশনে। হাওড়া ময়দান থেকে নিউটাউন লাইন এবং এয়ারপোর্ট গড়িয়া লাইনের সমস্ত মেট্রো যাত্রীদের গাড়ি পাল্টাতে হবে এই স্টেশন থেকেই। যার ফলে সমস্ত যাত্রীদের কাছে বন্ধন ব্যাংক আরও মসৃণ পথে পৌঁছে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ব্যুরো রিপোর্ট