Market
বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো আছেই। এর অন্যতম এখন ছট পূজা। পার্বণের প্রধান উপকরণ কলা। এই ফলকে কেন্দ্র করে বাংলায় গড়ে উঠছে নতুন বাজার। কৃষক দেখছেন লাভের অঙ্ক।
নিজেদের উৎপাদিত পণ্য বাংলার চাষীরা নিয়ে আসেন বিভিন্ন আড়তে। শুধু যে চাষীদের ভাগ্যই খোলে এমনটা নয়, বিভিন্ন আড়তে কর্মরত শ্রমিকদের মজুরীতেও আসে জোয়ার। তেমনি পরিবহন ব্যবসাতেও আসে বাড়তি দুপয়সা।
প্রবাদ প্রতিম খনার বচনেই লুকিয়ে রয়েছে এই ব্যবসার সাফল্য।
তিনশো পঁয়ষট্টি ঝাড় কলা রুয়ে
থাকবে চাষী মাচায় শুয়ে
যদি না কাটো কলার পাত
তাতেই কাপড়, তাতেই ভাত।
২০১১ সালের জনগণনা অনুসারে, এই বাংলাতে বসবাস করেন প্রায় ৬৩ লাখেরও বেশি হিন্দি ভাষাভাষী মানুষ। আর হিন্দি ভাষাভাষী মানুষদের ঘরের কোজাগরী ছট পুজো। সেখানে বাংলায় কলা চাষীরা যে লাভবান হবেন, সেটাই তো স্বাভাবিক।
উত্তরবঙ্গেও হিন্দি ভাষাভাষী মানুষদের কথা ভেবে সেখানকার চাষীরাও বেশি আয়ের আশায় এখন কলা চাষ করছেন। আলিপুরদুয়ার জেলার রায়ডাক ও সঙ্কস নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে কলার চাষ রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। সিঙ্গাপুরি, মর্তমান কলার পাশাপাশি চাঁপা কলা এমনকি উত্তরবঙ্গে জনপ্রিয় মালভোগ কলার চাহিদা বাজারে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ এর দুই প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ল আজ থেকে শুরু হতে চলা ছট পুজোর আগে কলা চাষীদের ব্যবসা-বাণিজ্যের ও আড়তের চরম ব্যস্ততার ছবিটা।
ইনি নিখিল অধিকারী। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের গোচিমারি গ্রামের কলা চাষী।
কলা চাষ করতে হবে বিজ্ঞানসম্মতভাবে। আর বিজ্ঞানসম্মতভাবে চাষ করে কুমারগ্রাম ব্লকের নিখিল বাবুর মত আরও অনেক চাষিরাই আজ সফল। নেপথ্যে কৃষি দফতর। তাঁদের পরামর্শেই উত্তরবঙ্গে আজ কলা চাষের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কলা চাষীদের মনে করিয়ে দিলেন প্রয়োজনীয় পরিচর্যার দিকটির কথা।
এই চাষে যে রোগ পোকার সংক্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিগাটোগা রোগ। দিলেন চাষীদেরকে সজাগ থাকার পরামর্শ ।
এশিয়ার বৃহত্তম কলা বাজার রয়েছে অসমের গোলপাড়ায়। অসমের গোলপাড়া ভারতের বিভিন্ন রাজ্যে মূলত কলার জোগান দিয়ে থাকে। আজ থেকে বুধবার পর্যন্ত ছট পুজো চলবে গোটা দেশজুড়ে। রাজ্যেও ছটের কৃপায় হাসি ফুটছে চাষীদের মুখে।
অভিজিৎ চক্রবর্তী
আলিপুরদুয়ার