Trending
বাঁকুড়ার জয়পুরের জঙ্গল। শাল, মহুয়ার ভিড়ে এই জঙ্গল যতটা ব্যপ্ত, ঠিক ততটাই ঘন। এই জঙ্গলে যেমন হাতিরা ঘুরে বেরায় তেমনি জঙ্গল সংলগ্ন আদিবাসী গ্রাম থেকে গৃহপালিত পশু যেমন গরু, ছাগলও নিজের খেয়ালে চড়তে চড়তে পৌঁছে যায় জঙ্গলের গভীরে। ফলে হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে সবসময়। তাই ঘরের পোষ্যকে খুঁজে বার করার জন্য এক অভিনব বাদ্যযন্ত্র ব্যবহার করতে দেখা গেল আদিবাসিদের। যার স্থানীয় নাম ঠরকা।
মূলত বাঁশ, স্টিলের গ্লাস, অ্যালুমিনিয়াম এবং কাঠ দিয়ে এই ঠরকা তৈরির রেওয়াজ আছে। তবে এই আদিবাসী গ্রামের মানুষরা ঠরকা তৈরি করেছেন বাঁশ দিয়েই। যার শব্দে অচিরেই খুঁজে পাওয়া যায় গৃহপালিত পশুকে। এমনকি হাতির উৎপাতের হাত থেকে রেহাই পেতেও কিছু সংখ্যক মানুষ এই ঠরকা ব্যবহার করে থাকেন।
আব্দুল হাই
বাঁকুড়া