Daily

শিব শঙ্কর মুখার্জি, দক্ষিণ দিনাজপুরঃ বাংলার উদ্ভাবনী শক্তি দেখে মুগ্ধ পরিবেশপ্রেমী মেধা পটকার। দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষক মহা পঞ্চায়েতে এসে বৃহস্পতিবার সকালে বালুরঘাট শহর এর লাইফ লাইন বলে খ্যাত আত্রাই নদী পরিদর্শনে যান বিশিষ্ট এই পরিবেশপ্রেমী। সেখানে রঘুনাথপুর- কালিকাপুর এর বাসিন্দারা পারাপারের জন্য যে বাঁশের সাঁকো ব্যবহার করেন তা দেখে মুগ্ধ হয়ে যান তিনি । তিনি জানান এটা সাসটেইনেবল ডেভেলপমেন্টের নিদর্শন। এখানে গিয়ে তিনি আত্রাই নদী প্রদর্শন করা ছাড়াও স্থানীয় মানুষদের সাথে কথা বলেন । পাশাপাশি তিনি কৃষি আইন এর কড়া সমালোচনা করেন । তিনি বলেন সরকার যে তিনটি আনছে সেখানে খাদ্যশস্য কে জরুরী পণ্য হিসেবে বলা হয়নি।