Trending

ভারতের আসামের ধির্তিমান বোরা। ভাবছেন তো কে এই ব্যক্তি? নেট দুনিয়ায় এই কদিন খুব ভাইরাল এই ব্যক্তি। তবে কি কারণে বলুন তো? না না নাচ গান বা বিনোদন এর জন্য না। তিনি বাঁশের তৈরি জলের বোতল বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন।
বর্তমানে তার তৈরি এই বাঁশের বোতল নেট দুনিয়ায় ভাইরালও হয়েছে। এটি সম্পূর্ণ ছিদ্রহীন। তাই প্লাস্টিকের বোতলের পরিবর্তে এই বাঁশের বোতল যথেষ্ট উপকারী সকলের জন্যই। সবথেকে বড়ো বিষয় হোলো এই বোতল গুলো পড়লেও ভাঙবে না। আবার বহন করতেও সেরকম সমস্যা নেই।
বিগত ১৭ বছর বাঁশের তৈরি এই জলের বোতল তৈরি করে চলেছেন ধির্তিমান বোরা। এই বোতলগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাঁশের অঙ্কুর দিয়ে তৈরি। তাই প্রচন্ড গ্রীষ্মকালেও এতে জল ঠান্ডা থাকে। আর বোতলটিও বেশ সুন্দর দেখতে। বোতলের বাইরের স্তরটি তেল দিয়ে পলিশ করে মসৃণ করা হয়েছে।
জলের বোতল তৈরির পাশাপাশি তিনি বাঁশ দিয়ে তৈরি করেছেন চায়ের কাপ, মগ, চায়ের কেটলিসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস।
প্লাস্টিক-মুক্ত দেশ গড়ার স্বপ্ন ও ইচ্ছে কে হাতিয়ার করে এই অসাধারণ কাজটি তিনি সবার সামনে তুলে ধরেছেন। তার মতে, প্লাস্টিকমুক্ত বিশ্ব গড়তে প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে এবং অবশ্যই এমন ঘরানার প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হবে।
ব্যুরো রিপোর্ট