Daily

বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কিছুদিন আগে পর্যন্ত যেখানে মাক্স বিহীন মানুষের সংখ্যায় ছিল বেশি। ঠিক সেখানেই গত দুদিন ধরে বালুরঘাট শহরে মাক্স পরা মানুষের সংখ্যা আনেক বেশি। জেলার ভোট পর্ব মিটতেই পুলিশের পক্ষ থেকেও সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। এর সুফল মিলছে জেলা জুড়ে। ভ্যাকসিন সেন্টারগুলোতে সাধারণ মানুষের মধ্যে সচেতনটা বেশ চোখে পড়ার মতো। পাশাপাশি যারা ভ্যাকসিন দিতে আসছেন তারা প্রত্যেকেই মাক্স পরে লাইনে দাঁড়াচ্ছেন। গোটা রাজ্যে ভ্যাকসিনের লাইনে সামাজিক দূরত্ববিধি নিয়ে যখন সমালোচনার ঝড় বইছে সেখানে বালুরঘাট অন্য বার্তা দিচ্ছে রাজ্যবাসিকে।
শিব শঙ্কর চ্যাটার্জি, বালুরঘাট