Daily

Prime
By Business Prime News | March 17, 2021
বি পি এন ডেস্কঃ 33 কেজি গাঁজা উদ্ধার করলো বালুরঘাট থানার পুলিশ। এদিন সকালে বালুরঘাটের প্রবেশপথ রঘুনাথপুর এর কাছে নাকা চেকিংয়ের সময় একটি বোলোরো গাড়িতে তল্লাশি চালিয়ে তিন বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ 33 কেজি। ঘটনায় গাড়ির চালক সহ দুই পুরুষ এবং এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিল্টু দাস, আশুতোষ সেন এবং ইশিতা বোস মন্ডল। প্রথম দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় এবং মহিলার বাড়ি মালদা জেলায় বলে জানা গিয়েছে। ধৃত তিনজনকে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলে পুলিশ।
বালুরঘাট থেকে শিব শঙ্কর চ্যাটার্জী রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ।