Agriculture news
বৃষ্টি না-হলেও দুর্ভোগ, আবার হলেও দুর্ভোগ। কিরকম? দেখুন বৃষ্টি না-হলে তখন চিন্তায় পড়েন সবার প্রথমে ধান চাষিরা। কারণ সেই সময় মাঠে জলের অভাব দেখা যায়। ফলে ধান চাষ ক্ষতির মুখে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে যদি বৃষ্টি হয় তখন চিন্তার ভাঁজ কপালে পড়ে ফুলচাষিদের। এখন যেটা বেশিরকম লক্ষ্য করা গিয়েছে পূর্ব মেদিনীপুরে। ফলে জল জমলে ক্ষতির আশঙ্কা তো থেকেই যাচ্ছে। তাই বলে ফুলের উৎপাদন ব্যহত হতে পারে না, যখন পাশে রয়েছে কৃষি দফতর। তাহলে বৃষ্টি হলে ফুলের ক্ষতি যাতে না হয় তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? এই বিষয়েই বিস্তারিত কথা বলব প্রতিবেদনে। তার জন্য স্কিপ না করে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। আর নতুন হলে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করতে।
পূর্ব মেদিনীপুর জেলা ফুলের জেলা। হ্যানো কোন ফুল নেই যা সেই জেলায় হয় না। মাটির গুণ, আবহাওয়ার গুণ এমনকি ফুল চাষিদের পরিশ্রমের গুণে আপনি যখনই ফুল চাষের জমিতে যাবেন সেখানে নানান রঙের ফুল ফুটে থাকতে দেখবেন। কিন্তু ফুলের উৎপাদন ব্যহত হতে পারে যদি বৃষ্টি নামে। আর সেই কারণেই এখন ভালোরকম চিন্তায় চাষিরা। আসলে কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তারপরেই কার্যত দুশ্চিন্তা গ্রাস করেছে পূর্ব মেদিনীপুর জেলার ফুল চাষিদের। মূলত কোলাঘাট, পাঁশকুড়া, শহীদ মাতঙ্গিনী ব্লকে ভালোরকম চাষ হয়ে থাকে দোপাটি ফুলের। এই ফুল চাষ করেই চলে তাঁদের রুজিরুটি। এদিকে সামনেই পুজো মরশুম। ফলে এই সময় যেখানে দোপাটি চাষ আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে সেখানে দেখা যাচ্ছে একেবারে বিপরীত ছবি। বর্ষণের কারণে কপালে ভাঁজ পড়েছে দোপাটি কৃষকদের। কারণ একটাই। সামান্য জমা জলেই দোপাটি ফুলের শিকড়ে ধরে পচন। বৃষ্টিতে ফুল ঝরে যাবার সম্ভাবনা থাকে অনেক বেশি। এদিকে ফুলের পাপড়ির মধ্যেও যদি জল জমে যায় তাহলে সেই ফুল বাজারজাত করা যায় না। অর্থাৎ দিনের শেষে প্রভূত ক্ষতির শিকার হন দোপাটি ফুল চাষিরা। তাহলে উপায়? বিজনেস প্রাইম নিউজকে কৃষকদের সুরাহা দিল কৃষি দফতর। শুনে নিন কোলাঘাট ব্লকের বিটিএম উৎপল কুমার বর্মণ কী বলছেন।
এই সময় পূর্ব মেদিনীপুরে দোপাটি ফুলের চাষ হয় ভালোরকম। কোন কোন চাষি হয়ত চারা লাগাচ্ছেন, আবার কোন কোন ক্ষেত্রে হয়ত কুঁড়িও এসে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি দোপাটি চাষ মূলত হয়ে থাকে শীতের শেষ পর্যন্ত। তারপর কিন্তু সেভাবে দোপাটি ফুল পাওয়া যাবে না। তাই অনেক প্রোগ্রেসিভ ফার্মার থাকেন যারা আগাম সতর্কতা নিয়ে রাখেন। দোপাটি ফুল অর্থনৈতিকভাবে একজন কৃষককে যথেষ্ট লাভবান করতে পারে। কিন্তু সময়মত পরিচর্যা এবং আবহাওয়ার পরিবর্তন- এই সকল বিষয়গুলোকে মাথায় না রাখলে দোপাটি চাষ করেও ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনারা। তাই কৃষকবন্ধুদের উদ্দ্যেশ্য করে বলা, দোপাটি চাষ করার সময় যদি এই ধরণের কোন সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে অবশ্যই নিয়মগুলি মেনে চলুন। আর সমস্যা যদি গুরুতর হয় বা না-ঠাহর করতে পারেন সমস্যাটা কোথায় হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কৃষি দফতরের সঙ্গে যোগাযোগ করুন। আজকের প্রতিবেদন এটুকুই। ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন। সঙ্গে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ।
প্রসূন ব্যানার্জী
পূর্ব মেদিনীপুর