Market

বার্ষিক ভিত্তিতে ৮% বাড়ল বাজাজ অটোর সামগ্রিক গাড়ির বিক্রয়। আগস্ট মাসের মোট বিক্রয় ৪ লাখ ১ হাজার ৫৯৫ তে এসে দাঁড়িয়েছে। ২০২১ সালের একই সময়ে কোম্পানির মোট গাড়ি বিক্রির সংখ্যাটা ছিল ৩ লাখ ৭৩ হাজার ২৭০। চলতি আগস্ট মাসে মোট অভ্যন্তরীণ বিক্রয় ৪৯ শতাংশ বেড়ে ২ লাখ ৫৬ হাজার ৭৫৫ ইউনিট হয়েছে, যা ২০২১ সালের আগস্টে ১ লাখ ৭২ হাজার ৫৯৫ ইউনিট ছিল। বৃহস্পতিবার কোম্পানি সুত্রে এমনটাই জানা গেলো।
সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই বছরের আগস্টে টু-হুইলার রপ্তানির পরিমাণ ২৪ শতাংশ কমে ১ লাখ ৪৪ হাজার ৮৪০ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২ লাখ ৬৭৫ ইউনিট ছিল। কিন্তু অপর দিকে কোম্পানির মতে, টু-হুইলার অভ্যন্তরীণ বিক্রয় আবার এই বছরের আগস্টে ৪৮ শতাংশ বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৮৩৮ ইউনিটে দাঁড়িয়েছে, যা আগের বছরে ছিল ১ লাখ ৫৭ হাজার ৯৭১ ইউনিট।
সংস্থার বিবৃতি অনুসারে বাজাজ অটো গত বছরের আগস্টে মোট ৩৪ হাজার ৯৬০ টি বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছিলো। এই বছরের একই সময়ে তা ৩১ শতাংশ বেড়ে ৪৫ হাজার ৯৭০ ইউনিটে দাঁড়িয়েছে।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ