Daily

কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে গেল বঙ্গভূমি রাইস মিল। পথে বসার অবস্থা কর্ণধার কৌশিক দে’র। কারণ ক্ষতির অঙ্কটা পৌঁছে গেছে প্রায় ৪০ লক্ষ টাকায়। দুর্দশার এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত উচালন অঞ্চলের নন্দনপুরে।
জানা গিয়েছে, গতকাল দুপুরে কালবৈশাখীর তাণ্ডবে রাইস মিলের গোডাউনের চাল উড়ে গিয়ে পড়ে পার্শ্ববর্তী রাইস মিলের গোডাউনে। ফলস্বরূপ গোডাউনের মধ্যে থাকা প্রায় ৪ হাজার বস্তা ধান একেবারে নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হওয়া ধানের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে ধান গোডাউনের খরচও প্রায় ২৫ লাখ টাকা। ঝড়ের দাপটে আচমকা এত বিরাট অঙ্কের ক্ষতিতে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন বঙ্গভূমি রাইস মিলের মালিক কৌশিক দে। ইতিমধ্যেই ইনশিওরেন্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করার পর যদি কোন আর্থিক সহায়তা পাওয়া যায় তবেই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে জানিয়েছেন কৌশিক বাবু। এমনিতেই করোনা পরিস্থিতির মধ্যে রাইস মিলের অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। এর মধ্যে এত বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিকে সামাল দেওয়া কিভাবে সম্ভব হবে? এখন সেই চিন্তায় বঙ্গভূমি রাইস মিলের কর্ণধার।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান