Prime
Daily
বিজেপির সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত, উত্তপ্ত বাগদা
By Business Prime News | April 22, 2021
Daily
রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনল বিজেপি। অভিযোগ এনেছেন বাগদার রানঘাট ৩৫ নং বুথের বিজেপি কর্মীরা।
তাঁদের অভিযোগ রাজ্য পুলিশ হঠাৎই বিজেপির ক্যাম্প অফিসে ঢুকে রীতিমত ভাঙচুর চালায়। মারধর করে বিজেপি কর্মীদের। ঘটনার কথা কানে আসতেই অকুস্থলে উপস্থিত হন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস।
এদিকে বিজেপির বিরুদ্ধেই সরাসরি অভিযোগ এনেছে রাজ্য পুলিশ। তারা জানিয়েছে, বিজেপি কর্মীরা পুলিশকে মারধর করে। তার জেরে আহত হন এক এ এস আই। পুলিশের উর্দি ছিঁড়ে দেবার মত অভিযোগ এনেছে তারা। যদিও বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাসের অভিযোগ, সরকারপক্ষের হয়েই কাজ করছে রাজ্য পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অঙ্কিত মুখার্জী, বারাসাত