pujo scope 2022
অনেক তো হল থিমের পুজো। এবার চলুন একটু সাবেকিয়ানার ছোঁয়া লাগানো যাক। মাতৃ প্রতিমার চমকই যেন কোলকাতাবাসীকে বারবার করে টেনে আনে উত্তর কোলকাতার এই প্যান্ডেলে। এই পুজোর এবার গর্বের ১০৪ বছর। ঠিক ধরেছেন। বাগবাজার সার্বজনীন এর কথাই বলছি। হ্যাঁ। যে বাগবাজার সার্বজনীনে পুজো হচ্ছে কিনা সেই নিয়ে এত কান ফিশফিশ ছিল, সেই পুজোটা আলটিমেটলি হচ্ছে।
বাগবাজার সার্বজনীন মানেই, প্রতিমা সাজবে ডাকের সাজে। প্যান্ডেলের সূক্ষ্ম কাজে চোখ যাবে আটকে। প্যান্ডেলের চারপাশে শুধু স্টল, স্টল আর স্টল। উত্তর কোলকাতার এই পুজোটা বাকি পুজোর থেকে আলাদা কোথায় জানেন? সিঁদুর খেলায়। শুধুমাত্র এই মণ্ডপে সিঁদুর খেলতে আসবেন বলেই বছরভর অপেক্ষা করে থাকেন মা-মেয়েরা। আর দশমীতে ঢাকের তালে চলে সিঁদুর খেলা। তা যে প্যান্ডেল নিয়ে এত কথা হচ্ছে, সেই প্যান্ডেলের প্রস্তুতি কতদূর? ঘুরে দেখবেন তো, নাকি?
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ