Daily

রাত পোহালেই আলোর উৎসব। দীপাবলি। পাহাড় থেকে সাগর সাজছে বাহারি আলোয়। আর সুদূর বদ্রিনাথ সাজছে ১০ কুইন্ট্যাল ফুলের সাজে। একেবারে তাক লাগানো, মন মাতানো দৃশ্য।
তবে এই দৃশ্য এবছরই নতুন নয়। প্রতিবছরই কালীপুজো বা দীপাবলিকে কেন্দ্র করে চোখ ধাঁধানো সাজে সজ্জিত হয় বদ্রিনাথ মন্দির ও লাগোয়া মন্দির চত্বর। তাই সব মিলিয়ে, এই সময়, সেখানকার স্থানীয় থেকে ব্যবসায়ী, প্রত্যেকেরই ব্যস্ততা থাকে তুঙ্গে। হবে নাই বা কেনো বলুন? প্রতিবছরের এই ফুল-সজ্জা যে রীতিমত সারাদেশে সাড়া ফেলে দেয়!
কদিন আগে অবধিও বিপর্যয়ের চাদর ঘেরাও করে রেখেছিল উত্তরাখণ্ডকে। তবে এখন, সেসব ক্ষত থেকে সামলে উঠে রীতিমত ব্যস্ত সেখানকার ভক্তরা। গাঁদা ফুলের মালায় মন্দিরের দৃশ্যটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন।
ব্যুরো রিপোর্ট