Daily

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দেশ জুড়ে যখন ব্যপক সমালোচনার ঝড় ওঠে, ঠিক তখনই নিজের বক্তব্য প্রত্যাহার করেন রামদেব। টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে মন্তব্য প্রত্যাহারের কথাই জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিওতে রামদেবকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে তীর্যক মন্তব্য করতে দেখা যায়। এমনকি মানুষের মৃত্যুর জন্য তিনি অ্যালোপ্যাথিকেই দায়ি করেন। তারপরেই সমালোচনার ঝড় ওঠে। রামদেবকে আইনি নোটিশ পাঠায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। একইসঙ্গে চাপ বাড়তে থাকে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের ওপরেও। অবস্থা বেগতিক দেখে রামদেবকে মন্তব্য প্রত্যাহারের জন্য চিঠি পাঠান হর্ষ বর্ধন। যদিও মন্তব্য প্রত্যাহার করে রামদেব জানিয়েছেন, যোগ ও আয়ুর্বেদই পূর্ণ স্বাস্থ্য রক্ষা করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা নিয়েও মন্তব্য করেন তিনি।
ব্যুরো রিপোর্ট