Daily

মাত্র পাঁচ মিনিট আঠেরোটা বাংলা কবিতা পাঠ করলো, শ্রোতাদের মন জয় করলো আবার, জেলা, রাজ্য এসবের সীমানা পেরিয়ে সোজা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল। জানলে অবাক হবেন আবৃত্তিকার তৃতীয় শ্রেণীর খুদে পড়ুয়া।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া হলি চাইল্ড স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছোট্ট আয়ুশ। ছোটবেলা থেকে মা-বাবার হাত ধরেই খুদে আয়ুষের কবিতা বলার হাতেখড়ি। পরবর্তী সময় দাঁইহাটেই আরেক বাচিকশিল্পী প্রদীপ্ত রায়ের কাছে বর্তমানে সে কবিতা আবৃত্তির শিক্ষা নিচ্ছে সে। লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকায় আয়ুশের মা ভিডিও রেকর্ড করেন এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠান। পাঁচ মিনিটে আঠারোটি কবিতা বলে সকলের মন জয় করে নেয় ছোট্ট আয়ুশ। কিছুদিনের মধ্যেই ই-মেল মারফত তাঁরা জানতে পারেন তাঁদের ছেলে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। কয়েক দিন আগেই তার বাড়িতে এসে পৌঁছায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফ থেকে মেডেল শংসাপত্র।
আয়ুশ বয়সে খুদে হলেও প্রতিভায় টেক্কা দিতে পারে তাবড় তাবড় শিল্পীকেও। কবিতার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা, ক্যারাটে প্রতিযোগিতা সহ একাধিক খেলায় অংশগ্রহণ করে সাফল্যের ঝুলিতে বেশ কয়েকটি পুরস্কার। কবিতা আবৃত্তি করেও পেয়েছে রাজ্যস্তরের পুরস্কার। আয়ুশের এই জয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ জন সহ সমগ্র দেশবাসী।
পাপাই সরকার, পূর্ব বর্ধমান