Trending

অযোধ্যা এখন গোটা ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। কারণ সমীক্ষা বলছে, রাম মন্দির উদ্বোধনের দিন ব্যবসা হবে ১ লক্ষ কোটি টাকার। এবং বছর বছর তা বাড়বে। রথ দেখা, কলা বেচা- দুইই হবে এইদিন। আর তাই…
কাতারে কাতারে মানুষ এখন অযোধ্যামুখী। মোদী সরকারের নেতৃত্বে ইতিহাস তৈরি করছে ভারত। অত্যাধুনিক টেকনোলজি এবং ডিজাইনে তৈরি রামমন্দির উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে। যার জন্য কার্যত নিমেষের মধ্যে বদলে গেল রামরাজ্যের ছবি। নবনির্মিত এই রামমন্দিরের মাটির নীচে রাখা থাকবে একটি টাইম ক্যাপসুল, তবে এই টাইম ক্যাপসুল কি? সেটা জানতে হলে ভিডিওটি দেখতে হবে। আর তাছাড়া আপনিও যদি সেই রাম মন্দির দর্শন করতে চান তাহলে, কীভাবে আরতির পাস পাবেন? সবটাই জেনে নিন আজকের ভিডিওতে।
বন্দে ভারত, অমৃত ভারত, অটল সেতু এবং এখন রাম মন্দির। নির্বাচনের আগে একে একে তুরুপের তাসগুলোকে ব্যবহার করছেন মোদী সরকার। শুনলে অবাক হবেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই রামমন্দির তৈরি করতে কোনোরকম লোহা ব্যবহার করেনি নির্মাণকারী সংস্থা। লোহার বদলে এই মন্দির নির্মাণে তৈরি হয়েছে ১৭ হাজার গ্রানাইট পাথর। যার এক-একটির ওজন ২০০০ কেজি। এছাড়াও ব্যবহৃত হয়েছে, তামা এবং হোয়াইট সিমেন্ট।
ভারতের সবচেয়ে বড়ো এই রামমন্দির তৈরি করতে দেশের ২,৫৮৭টি গ্রাম থেকে এসেছে মাটি। খ্যাতনামা স্থপতি চন্দ্রকান্ত ভাই সোমপুরা তৈরি করেছেন এই রামমন্দিরের নকশা। মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আগামী ১০০০ বছরেও এই মন্দির মেরামতির কোন প্রয়োজন পড়বে না। ক্ষতি হবে না ভুমিকম্পেও।
মন্দিরের উচ্চতা ১২৮ ফুট। চওড়ায় প্রায় ২৬৮ ফুট। আর প্রস্থে ১৪০ ফুট। অরুণ যোগীরাজের তৈরি চমৎকার মূর্তি থাকছে মন্দিরের প্রধান আকর্ষণ বিন্দু। যার চোখ পদ্মফুলের পাপড়ির মতো, মুখে রয়েছে এক নির্মল হাসি। তবে, চমক রয়েছে অন্য জায়গায়। টাইম ক্যাপসুল গেঁথে দেওয়া হবে মন্দিরের ভিট-এ। রামমন্দিরের ২০০০ ফুট নীচে রাখা হবে টাইম ক্যাপসুল। রামমন্দির সংক্রান্ত সমস্ত তথ্য একটা তামার পাত্রে ভরে বন্দী করে মাটির নীচে রাখা থাকবে।
রামমন্দিরের প্রধান পুরহিত হবেন এক পিএইচডি পড়ুয়া। তার বেতন কত হবে জানেন? বলব। তবে তার আগে জেনে নিন, কীভাবে তিনি নির্বাচিত হলেন… ভগবান রামলালার পুজার্চনার জন্য দুধেশ্বরের পড়ুয়া মোহিত পাণ্ডের নাম প্রকাশ্যে এসেছে। ছয় মাসের জন্য প্রশিক্ষণ চলবে তাঁর। কিন্তু কেন বলুন তো এই পড়ুয়া সুযোগ পাবেন রামলালার প্রধান পূজারী হওয়ার? কত বেতনই বা পাবেন তিনি? প্রায় ৩ হাজার পুজারি রামমন্দিরের পুরহিত হওয়ার জন্য ইন্টারভিউ দেন। তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয় ২০ জনকে। সেই তালিকায় অন্যতম এই মোহিত পাণ্ডে। আচার্য ডিগ্রি প্রাপ্ত হওয়ার পর PhD-র প্রস্তুতি নিচ্ছেন মোহিত পাণ্ডে। এর মধ্যেই রাম মন্দিরের পুরোহিত নিয়োগের বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়ে পড়েন। তারপরই তিনি আবেদন করেন এই পদের জন্য।
শ্রী রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট সম্প্রতি পুরোহিতদের বেতন বৃদ্ধি করেছে। মে মাসের এই বৃদ্ধির পর রাম মন্দিরের মুখ্য পুরোহিত বেতন ১৫ হাজার ৫২০ টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হয়। ৮ হাজার ৯৪০ টাকা থেকে বেড়ে সহকারী পুরোহিতের বেতন হয় ২০ হাজার টাকা। অক্টোবর মাসে দ্বিতীয়বার বেতন কাঠামো পরিবর্তন করা হয় রাম মন্দিরে। নয়া স্ট্রাকচার অনুযায়ী, এখন রাম মন্দিরের প্রধান পুরোহিতের বেতন ৩২ হাজার ৯০০ টাকা। সহকারী পুরোহিতের বেতন ৩১ হাজার টাকা।
প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যেই এখন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। একদিকে তীর্থক্ষেত্র অন্যদিকে পর্যটন-সবমিলিয়ে এক ভালরকমের অর্থনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে অযোধ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে অযোধ্যায়। হোটেল বুকিং-এর নিরিখে নর্থ বেঙ্গল বা হিমাচলকেও পিছনে ফেলেছে অযোধ্যা। লক্ষ মানুষের ভিড় সেখানে। আপনিও যদি প্রভু রামের আরতি চাক্ষুষ করতে চান, তাহলে অবশ্যই টোকেন সংগ্রহ করে নিন। কীভাবে টোকেন সংগ্রহ করবেন?
এর জন্য প্রথমেই আপনাকে রামমন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট srjbtk.org-তে ক্লিক করতে হবে। সেখানে গেলে আপনি পাবেন রিজার্ভ ইয়োর পাসেস বলে একটি অপশন। সেখানে ক্লিক করার পর আপনাকে জিজ্ঞেস করা হবে, কবে এবং কতজন আরতি দেখতে চান? সেখানে তথ্য পুট করার পর আপনাকে দেওয়া হবে একটি টোকেন। আর সেই টোকেনের মাধ্যমেই আপনি রাম মন্দিরের আরতি দর্শন করতে পারবেন।
তাহলে আর দেরী কেন? প্রভু শ্রীরামের দর্শনটা সেরেই ফেলুন। আর কবে যাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক