Trending
দেশজুড়ে চর্চায় রামমন্দির। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেয়ার বাজারেও চলছে ঝোড়ো ব্যাটিং। নজর রাখবেন কোন কোন স্টকে? কী বলছেন বিশেষজ্ঞরা?
যেন তেন প্রকারেণ অযোধ্যাকে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর মোদী সরকার। আর তাই এত তোড়জোড়, এত আয়োজন। খামতি রাখছেন না যোগী সরকারও। দেশজুড়ে এখন উৎসবের আমেজ। এবার সেই আমেজের আঁচ আসতে পারে শেয়ার বাজারেও। সরকারের স্বপ্ন আর সাধারণ মানুষের উৎসাহের কথা মাথায় রেখে অনেক কোম্পানি বাজিও ধরতে শুরু করে দিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ আপনিও প্রভু রামের আশীর্বাদ পেতে পারেন।
দেশের সিংহভাগ মানুষ এখন অযোধ্যামুখী। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, হোটেল রিসোর্ট এবং পরিবহণ মাধ্যমের ব্যবসা এখন তুঙ্গে পৌঁছতে পারে। এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত যে সমস্ত স্টক বাজারে রয়েছে, নজর রাখা যেতে পারে তাদের ওপর।
১। L&T
প্রথমেই রয়েছে দেশের অন্যতম প্রধান নির্মাণকারী সংস্থা এল অ্যান্ড টি। দিল্লির লোটাস টেম্পল থেকে স্ট্যাচু অফ ইউনিটি আর এখন রাম মন্দির- দেশের মেগা প্রোজেক্ট নির্মাণের সঙ্গে যার নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন। আর রাম মন্দিরের সঙ্গে এই সংস্থার শেয়ারের দামও যে বাড়তে পারে, সেই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। গত এক বছরে কোম্পানির শেয়ার ৬৭.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা আগামীতে আরও ভাল রিটার্ন দিতে পারে বলে মনে করা হচ্ছে।
২। IRCTC
অযোধ্যায় রাম মন্দির খোলার পর সংস্থাটি বিশেষ ট্যুর প্যাকেজ এবং বিশেষ ট্রেন চালু করতে চলেছে। যার ফলে লক্ষ্মীলাভ হতে চলেছে সংস্থাটির। প্রসঙ্গত, গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬.৮০ শতাংশ রিটার্ন দিয়েছে।
৩। ITC
যে অযোধ্যা এখন পর্যটনের ঘাঁটি, সেই অযোধ্যাকে কেন্দ্র করে যে হোটেল কোম্পানির শেয়ারের দামও বাড়তে পারে, সেটা নতুন কিছু নয়। তাই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ত্রৈমাসিকে ভাল ব্যবসা দিতে পারে কোম্পানি। যার ফল পড়বে স্টকের ওপর। তবে দাম বাড়লে কতটা বাড়বে সেটা এখনই বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
৪। IndiGo
কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। যেখান থেকে উড়ান সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় মানুষকে পৌঁছে দেবে ইন্ডিগোর বিমান। ইন্ডিগোই সর্বপ্রথম এখান থেকে পরিষেবা শুরু করেছে। ফলে ইন্ডিগোর ব্যবসা যে ভালোই হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই বাজার বিশ্লেষকদের। গত এক বছরে এই কোম্পানির শেয়ার ৫০.৪৩ শতাংশ রিটার্ন দিয়েছে।
৫। Taj Hotels
দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল ব্র্যান্ড ‘তাজ’। অযোধ্যার পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে সংস্থাটি এখানে তার সম্প্রসারণের পরিকল্পনা করেছে তারা। যা আগামী দিনে তার স্টকের দাম অনেকাংশে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
পর্যটন, পরিবহণ এবং রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত বেশিরভাগ কোম্পানি এখন অযোধ্যাকে কেন্দ্র করে লক্ষ্মীলাভের আশায় রয়েছে। আর বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বিনিয়োগ করলে আপনিও হয়ত রামরাজত্বেই থাকবেন। তবে, মনে রাখবেন শেয়ারে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ। আর এখানে বিনিয়োগের ক্ষেত্রে কোন নির্দিষ্ট ফর্মুলা নেই। তাই শেয়ারে বিনিয়োগ নিজের দায়িত্বেই করা উচিৎ। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ