Market
ভারতীয় সেনাদের পাশে এবার দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক। যারা খুব তাড়াতাড়ি পাওয়ার স্যালুট বলে একটি সার্ভিস স্যালারি প্যাকেজ শুরু করতে চলেছে। যার মাধ্যমে অফিসার পদে কর্মরত প্রতিরক্ষা কর্মীরা প্যাকেজের সুযোগ সুবিধা পাবেন।
ব্যাঙ্কের থেকে পাওয়া সূত্র অনুযায়ী, দেশের প্রত্যেক প্রতিরক্ষা দপ্তরের অফিসারেরা ৫৬ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল কভারেজ পাবেন। একইসঙ্গে এডুকেশন গ্রান্ট হিসেবে দেওয়া হবে আরও ৮ লক্ষ। এছাড়াও থাকছে পার্মানেন্ট ডিজাবিলিটি কভার এবং পার্মানেন্ট পার্শিয়ালি ডিজাবিলিটি কভার। যার গোটা অঙ্কের পরিমাণ রাখা হয়েছে ৪৬ লক্ষ টাকা। শেষ নয় এখানেই। বায়ুপথে দুর্ঘটনা ঘটলে তার জন্য দেওয়া হবে ১ কোটি টাকার অ্যাক্সিডেন্ট কভার এবং পরিবারের ১ জন সদস্যকে ফ্রি অ্যাডিশনাল ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ।
অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে ভারতীয় সেনার এই চুক্তি হয় ভারতীয় সেনার হেডকোয়ার্টারে। জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসারেরা এই সুযোগ সুবিধা পাবেন। এমনিতেই অ্যাক্সিস ব্যাঙ্কের জনপ্রিয়তা বেশ ভালোই। ভারতীয় সেনার সঙ্গে চুক্তি করে এই ব্যাঙ্ক যে আরও বেশ কিছু ধাপ এগিয়ে গেল, তা নিঃসন্দেহে বলা যায়।
ব্যুরো রিপোর্ট