Trending
সিটি ব্যাঙ্কের যাবতীয় দায়িত্ব সামলাবে এবার অ্যাক্সিস ব্যাঙ্ক। প্রায় ১২ হাজার ৩২৫ কোটি টাকায় সিটি ব্যাঙ্কের কর্তৃত্ব নিজের হাতে নিল অ্যাক্সিস ব্যাঙ্ক। বলা হচ্ছে, ভারতবর্ষের ব্যাঙ্কিং ইতিহাসের অন্যতম একটা চুক্তি। একদিকে যখন অ্যাক্সিস ব্যাঙ্ক নিত্যদিন নিজেদের পরিষেবা দিয়ে নিজেদের বৃদ্ধিকে তুলে ধরতে পেরেছে তখন অন্যদিকে সিটি ব্যাঙ্কের মতন ঐতিহাসিক ব্যাঙ্ক নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলল কেন?
আসলে শুধু ভারত বলেই নয়। সিটি ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়েছিল ভারত সহ চিন সহ এগারোটি দেশ থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেবে। তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাহরেন, রাশিয়া, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, পোল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম। জানা গিয়েছে, ১৯৮৫ সালে যেখানে অ্যাক্সিস ব্যাঙ্ক লাভ করেছিল প্রায় ২ বিলিয়ন ডলার সেখানে দাঁড়িয়ে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষতির বহর ক্রমেই বাড়ছিল বেশ কয়েক বছর ধরে। ভারতে সিটি ব্যাঙ্কের ৩৫টি শাখা রয়েছে। যেখানে কাজ করছেন প্রায় ৪ হাজার কর্মী। অনেকেই মনে করেন, সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছিল না সিটি ব্যাঙ্ক। আর যে কারণেই মার্জ করার মত বিষয় উঠে এসেছে। সাফল্যকে না-পেয়েই একটি ব্যাঙ্ক বাধ্য হচ্ছে আরেকটি ব্যাঙ্কের সঙ্গে মার্জ করতে। তার সঙ্গে রয়েছে ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থার নাটকীয় বদল। এখন শুধু অফলাইন নয়। অফলাইনের পাশাপাশি অনলাইনেও ব্যাঙ্কিং ব্যবস্থা নয়া নজির তৈরি করছে। সিটি ব্যাঙ্কের দায়িত্ব নেবার পর এই ব্যাঙ্কের গ্রাহক বা কর্মচারীদের ওপর কোনরকম বিরূপ বা নেতিবাচক প্রভাব পড়বে না। সিটি ব্যাঙ্কের সকল কর্মচারীর দায়িত্ব গিয়ে উঠবে অ্যাক্সিস ব্যাঙ্কের হাতে। গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য সিটি-অ্যাক্সিস যৌথভাবে কাজ করবে। ফলে গ্রাহক পরিষেবা দিতে তারা দায়বদ্ধ থাকবে।
প্রসঙ্গত ২০২২ সালের মার্চ মাস নাগাদই অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক ইন্ডিয়ার মধ্যে সংযুক্তিকরণের চুক্তি হয়। যে চুক্তি অনুযায়ী ঠিক হয় যে, বিদেশস্থিত সিটি ব্যাঙ্কের যাবতীয় কনজিউমার বিজনেসকে অধিগ্রহণ করবে অ্যাক্সিস ব্যাঙ্ক। আর এই চুক্তি যে ব্যাঙ্কিং ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্কের অস্তিত্ব বেশ মজবুত করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে দেশের প্রথম তিনটি ব্যাঙ্কের মধ্যে চলে আসতে পারে। কারণ, তখন সিটি ব্যাঙ্কের প্রায় 25 লক্ষ কার্ড অ্যাক্সিস ব্যাঙ্কের আওতায় চলে আসবে। যার ফলে আগামী দিনে অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড বিজনেস প্রায় 57 শতাংশ বৃদ্ধি পাবে। অন্যদিকে এই চুক্তির ফলে সিটি ব্যাঙ্কের গ্রাহকেরাও সমানভাবে উপকৃত হবেন বলে মনে করছেন তারা। কারণ, তখন তাঁরা অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মকাণ্ডের আওতায় চলে আসবেন। আর এই সংযুক্তিকরণের ফলে দেশের যে সমস্ত জায়গায় সিটি ব্যাঙ্কের উপস্থিতি ছিল, সেই সমস্ত জায়গায় গ্রাহক পরিষেবা দিতে পৌঁছে যাবে অ্যাক্সিস ব্যাঙ্কও।
এখানেই ছোট্ট একটা ইতিহাস। আমেরিকার অন্যতম সাবেকি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ১৯০২ সালে প্রথম ভারতে পা দেয়। কিন্তু ব্যাঙ্কিং ব্যবসা পুরোপুরিভাবে চালু হয় ১৯৮৫ সাল থেকে। তারপর ধীরে ধীরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিটি ব্যাঙ্ক নিজের কৌলীন্য ধরে রাখতে পেরছিল। অবশেষে অ্যাক্সিস ব্যাঙ্কের হাত ধরেই সিটি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা সহ খুচরো ব্যবসার অধিগ্রহণ হয়ে গেল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ