Daily

সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা’। এই বার্তাকে সামনে রেখে সম্প্রতি এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বানবল উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে। এদিন বিদ্যালয়ের সভাকক্ষে মোট ৫০ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
মূলত, একজন ক্রেতা হিসেবে সাধারণ নাগরিকের কি কি করণীয়, সেই বিষয়ে প্রচার বাড়াতেই এই সভার আয়োজন করেন উত্তর দিনাজপুরের উপভোক্তা দপ্তরের আধিকারিকরা। বানবল হাই স্কুল ছাড়াও কনজিউমার ক্লাবের অন্তর্ভুক্ত আরও অনেক স্কুলেই এই কর্মশালার আয়োজন করা হয় তাদের তরফে। আর এতে পজিটিভ রেসপন্সও পাওয়া যাচ্ছে বলে জানালেন তারা।
এদিনের এই সচেতনতামূলক কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিপুল মৈত্র, জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অপূর্ব বৈরাগী ও সন্তোষ দাস সহ অন্যান্যরা।
অনুপ জয়সয়াল
উত্তর দিনাজপুর