Daily

উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। পশ্চিমবঙ্গেও গভীর দাগ কেটেছে এই করোনা মহামারী। মানুষের চেতনা জাগাতে পাল্লা দিয়ে চলছে সচেতনতা প্রচার।
গতকাল সন্ধ্যায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক প্রশাসন ও ইন্দাস থানার যৌথ উদ্যোগে করোনা সম্পর্কে সতর্কতা মুলক প্রচারের আয়োজন করা হয়। ইন্দাস ব্লকের শাশপুর অঞ্চল ও আকুই অঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো হয় প্রচার। এছাড়াও মাস্কহীন ব্যক্তিদের করা হয় সচেতন।
সূত্র মারফত জানা গেছে, মুখে মাস্ক না থাকায় গ্রেফতার করা হয় কয়েকজন ব্যক্তিকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী, ইন্দাস থানার মেজো বাবু মনোরঞ্জন নাগ সহ বিশাল পুলিশবাহিনী ।
আব্দুল হাই, বাঁকুড়া