Daily

অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুরঃ চলো ভোট দি দেশ গড়ি,কোন ভোট যাতে বাদ না পড়ে সেই কারণে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রতিবন্ধী ভোটারদের নিয়ে শুক্রবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। শুক্রবার কালিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গনে এই সচেতনতা শিবির শুরু হয়। করোনা আবহে এবারের বিধানসভা ভোটে প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। ইচ্ছুক প্রতিবন্ধী ভোটাররা এবারে বুথের বদলে নিজের বাড়ি থেকে ভোটদান করতে পারবেন। চাইলে বুথে গিয়ে ভোটদান করতে পারবেন প্রতিবন্ধী ভোটাররা। বাড়ি থেকে ভোটদানের ক্ষেত্রে ব্যালট পেপারে দিতে হবে নিজের ভোট। কিন্তু বুথে গিয়ে ভোটদান করতে হবে ইভিএম মেশিনে। এবারের বিধানসভা ভোটে ব্যবহার হবে ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিন। এই ভিভিপ্যাট কি? মূলত সেই বিষয়টি নিয়ে এদিনের সচেতনতা শিবির।
ইভিএম মেশিনে ভোটদানের পর নিজের ভোট সঠিক স্হানে পড়েছে কি না, তা কিভাবে জানতে হয় ভিভিপ্যাটের মাধ্যমে। সেই বিষয়টি নিয়ে এদিনের শিবিরে প্রতিবন্ধী ভোটারদের সচেতনতা বাড়ানো হয়।