Daily

বর্ষশেষের উৎসবে মেতেছে গোটা বিশ্ব। সামনে বড়দিন। তার পরই বর্ষবরণ। রঙিন আলোয় সেজেছে শহরতলির ওলিগলি। এদিকে মোটামুটি বুলেট গতিতে ছড়াচ্ছে ওমিক্রণের সংক্রমন। রীতিমত উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। ডেল্টা ভ্যারিয়েন্টের মত প্রাণঘাতী না হলেও ওমিক্রণ কিন্তু সংক্রমণের ক্ষমতার নিরিখে অনেক এগিয়ে। তাই এই মুহূর্তে উৎসবে না মজে, বিরত থাকুন জমায়েত থেকে পরামর্শ হু-এর।
”জীবনটাকেই বাতিল করে দেওয়ার চেয়ে জমায়েত বাতিল সব সময়ই ভাল”- বক্তব্য, হু-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাসের। আমেরিকায় এখন সংক্রমণের ক্ষেত্রে লিডিং পজিশনে আছে ওমিক্রণ। যদিও বাইডেন সরকার, এখনই লকডাউনের কথা কিছু ভাবছেন না। বড়দিন বা নিউ ইয়ারের সময় জমায়েত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্বের তাবড় তাবড় চিকিৎসক। সংক্রমণের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্পেন, ফিনল্যান্ড, লেবানন, বোনাইরে, মোনাকো, জিব্রাল্টার।
নতুন করে করোনা সংক্রমণ চিন্তায় ফেলেছে বিশ্বের বিশেষজ্ঞমহলকে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ একাধিক দেশ কঠোর করোনা বিধি আরোপ করেছে দেশে। একইসাথে বড়দিনের সময় কার্যত লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ড। এখন উৎসবের মেজাজকে পরবর্তী সময়ের জন্য গচ্ছিত রেখে সামনের কঠিন পরিস্থিতিতে করোনা বিধি বজায় রেখে মোকাবিলা করার পরামর্শই দিচ্ছে হু।
ব্যুরো রিপোর্ট