Daily

ভুয়ো ফোন এড়িয়ে চলুন, ৬ কোটি গ্রাহককে সতর্ক করল ইপিএফও। সম্প্রতি একটি ট্যুইটের মাধ্যমে তাদের পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের সতর্ক করল সংস্থা। যেকোনো রকম অ্যাপ ডাউনলোড করা বা এই ধরণের ক্রিয়াকলাপের ব্যাপারে চোখ কান খোলা রাখতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
অবসরের পর এই পিএফে গচ্ছিত সঞ্চয় কাজে আসে। বলা ভালো, এই সঞ্চয়ী আর্থিক নিরাপত্তা প্রদান করে অবসরপ্রাপ্তদের। শুধুমাত্র অবসরপ্রাপ্তরাই নন, সার্ভিস চলাকালীন পিএফের টাকায় সুবিধে পান চাকরিজীবীরাও। আর তাই পিএফ অ্যাকাউন্টের টাকা সম্বন্ধে সবসময় আপডেটেড থাকা জরুরি বলেও জানিয়েছে সংস্থা।
ভুয়ো ফোন বা এসএমএস থেকে সতর্ক থাকুন, বার্তা দিয়েছে ইপিএফও। কারণ এই ধরণের ফোন কল অনেক সময়ই গ্রাহকদের কাছ থেকে আধার নম্বর, ইউএএন নম্বর বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। আর নিমেষের মধ্যেই ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট। কাজেই সতর্ক থাকলে এধরনের প্রতারনা এড়ানো সম্ভব বলে জানিয়েছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট