Daily

ইয়াস তাণ্ডবে একেবারে বিধ্বস্ত সুন্দরবন। বসিরহাট মহকুমার সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল সহ হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির ১ ও ২ সহ ছটি ব্লকের অবস্থা মারাত্মক। ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বহু এলাকা। আর সেই ক্ষয়ক্ষতির দেখতে সুন্দরবনের দুর্গতদের এলাকা পরিদর্শন করতে আসছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রথমে সন্দেশখালির ধামাখালি মাঠে হেলিকপ্টারে আসবেন তিনি। তারপর সেখান থেকে লঞ্চে করে নদীপথে ক্ষতিগ্রস্ত বাঁধগুলি পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি জলবিন্দু দুর্গত এলাকায় গিয়ে দুর্গতদের নিজে হাতে ত্রাণ বিলির পরিকল্পনাও নিয়েছেন।
জানা গিয়েছে, একদিকে যেমন ১৩০টি নদীবাঁধের ক্ষতি হয়েছে। তেমনই ক্ষতি হয়েছে ৪৫ হাজার হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে লক্ষাধিক মেছোঘেরির মাছ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কাঁচাবাড়ি।
উল্লেখ্য, সময় যত যাচ্ছে, ইয়াসের ক্ষতিচিহ্ন যেন ততটাই বেড়ে চলেছে। আর সেই ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতেই দুর্গতদের কাছে আসছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা