Daily

যুব তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে এই পদে এলেন অভিনেত্রী সায়নী ঘোষ। শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে অভিষেক তাঁর পদত্যাগপত্র জমা দেন। বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হলেন অভিষেক।
শনিবার দলের একটি সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূল ভবনে বৈঠক হয়। যেখানে দলের রূপরেখা বদলের সিদ্ধান্তও নেওয়া হয়। পরিবর্তন করা হয় বিভিন্ন তাৎপর্যপূর্ণ পদের। এবার সেই অঙ্কেই যুব তৃণমূলের সভাপতির পদ থেকে সরে আসেন অভিষেক। পরিবর্তে সর্বভারতীয় সম্পাদক হলেন তিনি।
এছাড়াও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক হলেন মুখপাত্র কুণাল ঘোষ। কাকলি ঘোষ দস্তিদার হলেন সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি। এবং রাজ চক্রবর্তী হলেন রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। আর শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন প্রাক্তন বাম সৈনিক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তৃণমূলের ‘এক পদ, এক নীতি’র জন্যই সাংগঠনিক স্তরে এমন রদবদল হল।
ব্যুরো রিপোর্ট