Market
বিচারপতির আসন থেকে সটান তিনি রাজনীতির চেয়ারে। কখনো তিনি চাকরিপ্রার্থীদের কাছে ভগবান, আবার সেই তিনিই শাসকদলকে ফেলেছেন বারবার অস্বস্তির মধ্যে। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যিনি বিজেপির হয়ে নিজে তমলুকে প্রার্থী হবার পর বসেছেন রাজনীতির পরীক্ষায়। তাঁর বিপক্ষে রয়েছেন দুই যুযুধান- তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আর সিপিএমের সায়ন ব্যানার্জি। এই দুজনের তুলনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে অপেক্ষাকৃত নবীন। তবে তারপরেও কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে হালকা ভাবার কোন কারণ নেই। কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত- এবার সেটাই বলব আপনাদের।
গত ২৬ এপ্রিল মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হিসেব দিয়েছেন নিজের সম্পত্তির। হলফনামা মোতাবেক ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয়ের অঙ্ক ছিল ৫৯ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকা। মনোনয়ন পেশ করার সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে নগদ ছিল ১২ হাজার টাকা মত। এছাড়া তাঁর যে কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে জমা রয়েছে ২ কোটি ৭৭ লক্ষ ৩৮ হাজার ১৮৭ টাকা। শেয়ার মার্কেটে তিনি লগ্নি করেছেন ৪ লক্ষ ৬ হাজার ৩০০ টাকা। রয়েছে বেশ কয়েক লক্ষ টাকার জীবন বীমা বা এলআইসি। গাড়ি বলতে তাঁর কাছে রয়েছে একটি যার বাজারমূল্য ৫ লক্ষ ৮২ হাজার ৫৮৪ টাকা। এছাড়া আছে দুটি আংটি যার বাজারমূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। আর রয়েছে আইনের বই যার সর্বমোট মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সর্বমোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার টাকার আশেপাশে।
এখানেই শেষ নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রয়েছে স্থাবর সম্পত্তি। হাওড়ার ডোমজুড়ে তাঁর রয়েছে একটি কৃষিজমি আর সল্টলেক সেক্টর থ্রি-তে রয়েছে ১ হাজার ১৬১ বর্গ ফুটের একটি ফ্ল্যাট। এই দুই মিলিয়ে তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার টাকার আশেপাশে। মানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাঁর সর্বমোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৬২ লক্ষ ৫৫ হাজার ৬২৪ টাকা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ