Daily

ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ক্যাঙ্গারুর দেশ। জানিয়ে দেওয়া হল, এই সময় ভারত থেকে দেশে ফিরলে সেই ব্যক্তির পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৩৭ হাজার পাউন্ড। জানিয়েছে সেই দেশের স্বাস্থ্যমন্ত্রক।
মনে করা হচ্ছে, বর্তমানে ভারতে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রায় ৯ হাজার নাগরিক। তাঁদের মধ্যে ৬০০ জনের শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ভাইরাসের দ্বিতীয় সংক্রমণে ভয়াবহ হয়ে উঠেছে ভারতের অবস্থা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা পেরোচ্ছে সাড়ে ৩ লক্ষের গণ্ডি। অতএব, অস্ট্রেলিয়ার বাকি নাগরিকদের কোন রকম বিপদের মুখে ঠেলে দিতে চাইছে না সেই দেশের সরকার। ইতিমধ্যেই সপ্তাহের শুরু থেকে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অস্ট্রেলিয়া। ঘোষণা করে দিয়েছে ভারত থেকে দেশে ফিরে আসা একপ্রকার অবৈধ।
যদিও অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রক এও জানিয়েছে যে ভারতকে ভাইরাসের সঙ্গে লড়াই করতে দেওয়ার জন্য ভেন্টিলেটর, চিকিৎসার সরঞ্জাম এবং ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম তারা পাঠাবে। কিন্তু কোনভাবেই দুই দেশের নাগরিক যাতায়াত করতে পারবে না। কারণ ভাইরাসের আক্রমণ থেকে রেহাই পাবার জন্য প্রথম থেকেই কঠিন পদক্ষেপ নিয়েছিল অস্ট্রেলিয়া। ফলে অন্যান্য দেশের তুলনায় এই দেশে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই কম। ভয়াবহ পরিস্থিতি যাতে আর না তৈরি হয় তার জন্য এই সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হবে আগামী ১৫-ই মে পর্যন্ত।
ব্যুরো রিপোর্ট