Market

করোনাকালে অটোমোবাইল শিল্পে টানাপোড়েন দেখা গিয়েছিল। কিন্তু তার রেশ পড়ল গত নভেম্বর মাসে সবচাইতে বেশি। পরিসংখ্যান বলছে, গ্রামীণ এলাকায় দুচাকার গাড়ির চাহিদা ক্রমশ কমেছে। কেননা, বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর উৎপাদনের অভাব দেখা দিয়েছে। এছাড়া বর্তমানে পেট্রোপণ্যের মূল্য সেঞ্চুরি হাঁকাতে চলতি বছরের নভেম্বর মাসে নামল ধস। বিক্রিবাটার ক্ষেত্রে দেখা দিল ৩% ঘাটতি। প্রসঙ্গত গত বছর আমরা দেখেছিলাম, অটোমোবাইল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ২০% কমেছে। এবারে তার তুলনায় ৩% কমেছে। তাছাড়া, বর্তমানে গ্রামীণ এলাকায় ফাইন্যান্স পেতেও সমস্যা রয়েছে।
তবে মার্কেট রিসার্চ করলে দেখা যাবে, গাড়ির বিক্রিবাটা গত বছর নভেম্বরের তুলনায় কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। তথ্য বলছে, গত মাসে রেজিস্ট্রেশন ১৯% কমেছে। বিগত বছর দুচাকার গাড়ি বিক্রি হয়েছে তিন-চতুর্থাংশ।
প্রসঙ্গত, বাণিজ্যিক গাড়ি ও তিন চাকার গাড়ি বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১৩%। এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে শুধুমাত্র গত বছরের দিকে তাকিয়ে। যেখানে দেখা যাচ্ছে, অটোমোবাইল শিল্পের টালমাটাল পরিস্থিতি। তবে ট্রাক্টর বিক্রির ক্ষেত্রেও উল্টো প্রভাব দেখা গিয়েছে। মূলতঃ ৮% বৃদ্ধি পেয়েছে ট্রাক্টরের বিক্রি। বিগত নভেম্বর মাসের তুলনায় যা বেশ আশানুরূপ। এদিকে যাত্রীবাহী গাড়ির বিক্রিবাটাতেও ধস নেমেছে। কারণ একটাই। আকাল দেখা দিয়েছে সেমিকন্ডাক্টরের।