Daily

পাখির চোখ ব্যবসার প্রসার আর বিনিয়গে গতি আনা। তাই টিফা চুক্তিতে সই করলো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। গত বুধবার ঢাকার সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।
দেশি ও বিদেশি দিক থেকে বাণিজ্যিক বিনিয়োগ টানতে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ সরকার। বাংলাদেশের ১৭ কোটি মানুষের এই বাজারে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আসলে লাভ হবে দুই পক্ষেরই। গত ২০১৮-২০১৯ অর্থবর্ষে বাংলাদেশ, অস্ট্রেলিয়ায় রেকর্ড মূল্যের পণ্য রপ্তানি করেছে। প্রায় ৮০ কোটি মার্কিন ডলারেরও বেশি। একই সময়ে অস্ট্রেলিয়া থেকে ৬০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।
ভয়াবহ মহামারীর কারনে বেশ খানিকটা ধাক্কা খায় বাণিজ্য। যে কারণে গত দুই অর্থবর্ষে আশানুরূপ ব্যবসা করতে পারেনি দেশ দুটি। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, টিফা স্বাক্ষরের ফলে উভয় দেশই বাণিজ্যিক দিক থেকে বেশ খানিকটা উপকৃত হবে।
ব্যুরো রিপোর্ট