Daily
ঠিক ৫০ বছর আগে শুরু হয়েছিল পথচলা। ১৯৭২ থেকে সেই সফর আজ পৌঁছে গিয়েছে ২০২২। আর এই ৫০ বছরে অরিও ফার্মার সুনাম থেকেছে অব্যাহত।
বর্তমান সময়ে দাঁড়িয়ে শরীর সুস্থ রাখার জন্য ওষুধের প্রয়োজন আবশ্যিক। আর এই কাজটাই দীর্ঘদিন ধরে করে আসছে অরিও ফার্মা। সম্প্রতি ৫০ বছরে পা দিয়ে তারা এলাকার মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। একইসঙ্গে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ।
পরবর্তী প্রজন্মের কাছে অরিও ফার্মার সাফল্য স্কাই ইজ দ্য লিমিটের মতন। আগ্রহ নিয়ে এই কোম্পানিকে আরও কিভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব?
অরিও ফার্মা নিঃসন্দেহে ওষুধ কোম্পানি হিসেবে নিজেদের আরও ছড়িয়ে দিতে চাইছে। আর যে কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন, নতুন ওষুধ তৈরির কথা চিন্তাভাবনা করছে।