Market
এটিএম এবার দোরগোরায়। সংক্রমণের ভয় নিয়ে এটিএমে গিয়ে আর টাকা তোলার প্রয়োজন নেই। বরং এটিএম নিজেই চলে আসবে আপনার দরজায়। ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে না হয় তার জন্যই গতবারের মত এবারেও মোবাইল এটিএম চালু করল দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি। যে সমস্ত জায়গা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে মানুষের এটিএমে গিয়ে টাকা তুলতে বা ফেলতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার জন্যই মোবাইল এটিএমের পরিকল্পনা।
দেশের প্রায় ১৯টি শহরে এই মোবাইল এটিএম চালু করেছে এইচডিএফসি। যার মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, পুনে, লুধিয়ানা, লখনৌ, চেন্নাইয়ের মত শহর। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে যেসকল জায়গা ভয়ানক ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই সকল জায়গাতেই আপাতত এই পরিষেবা পাওয়া যাবে।
ব্যাঙ্ক জানিয়েছে, কোভিড বিধি মেনেই ব্যাঙ্ক কর্মীরা এই গোটা প্রক্রিয়াটা চালাবেন। ব্যবস্থা থাকবে স্যানিটাইজারের। এটিএমে টাকা রাখাও থাকবে যথেষ্ট। গ্রাহকদের মধ্যে বিশেষত যারা বয়স্ক ব্যক্তি, তাঁরা খুব উপকৃত হবেন এই মোবাইল এটিএম পরিষেবায়।
ব্যুরো রিপোর্ট