Market

ভারতেই এবার ক্রিপ্টোকারেন্সি ব্যাঙ্ক। জানা গিয়েছে, আগামী মাস থেকেই দেশের বেশ কয়েকটি অংশে কাজ করতে শুরু করবে ক্রিপ্টোকারেন্সি ব্যাঙ্ক ক্যাশা। ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা যে আন্তর্জাতিক বাজার ছাড়িয়ে দেশীয় বাজারে এসে পৌঁছে গিয়েছে, এই ব্যাঙ্কের পদক্ষেপই তার প্রমাণ।
জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারের জনপ্রিয়তা দেশীয় বাজারে ছড়িয়ে দেবার জন্য উঠেপড়ে লাগবে ক্যাশা। আর যে কারণে ক্যাশার তৈরি প্রতিষ্ঠান ইউনিকাস ভারতের বাজারে খুব দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে। এই ইউনিকাস হল পৃথিবীর প্রথম ক্রিপ্টো-ফ্রেন্ডলি আর্থিক প্রতিষ্ঠান। জানা গিয়েছে, এই প্রতিষ্ঠানের বেশ কিছু শাখাও রয়েছে ভারতে।
জানা গিয়েছে, ইউনাইটেড মাল্টিস্টেট ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে বর্তমানে ইউনিকাস কাজ করে থাকে। এই সংস্থা যে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে মূলত ক্রিপ্টো ব্যালেন্স এবং যে কোন ফ্ল্যাট অর্থকরী ব্যালেন্স জমা রাখা যায়।
সূত্রের খবর, ক্যাশা ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সির সেভিং অ্যাকাউন্ট তৈরি করবে। পাশাপাশি গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য লোন দেবে। তবে ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখনও সেই অর্থে কোন রেগুলেশন নেই আরবিআই-এর তরফ থেকে। ফলে ভারতের কোন ব্যাঙ্ক এখনও পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কোন লেনদেন করতে পারবেনা।
তবে ইউনিকাসের বক্তব্য, যেহেতু ব্যাঙ্কের কোন বিষয়ের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির যোগাযোগ নেই, তাই আরবিআই-এর অনুমতির প্রয়োজন এখনই তাদের পড়ছে না বলে জানিয়েছে ইউনিকাস।
ব্যুরো রিপোর্ট